• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ১৫দিন ব্যাপি সুলতান মেলা

  • ''
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২৪

এস এম হালিম মন্টু,নড়াইল প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ১৫দিন ব্যাপি সুলতান মেলা। প্রতি বছরের ন্যায় এবার বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান পদক পেলেন বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃত চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। সোমবার বেলা ১১টায় নড়াইলের সুলতান মঞ্চে শিল্পী সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপি সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীকে সম্মাননা ও সুলতান স্বর্ণ পদক প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীন ঐতিহ্য, শিল্প সংস্কৃৃতির জেলা নড়াইল, শিল্প সংস্কৃতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব বরেন্য চিত্র শিল্পী এস,এম, সুলতান। নড়াইলের এই সুলতান মঞ্চকে সংস্কার করে আগামী বছর আমরা একে নতুন রূপে দেখবো। এর ঐতিহ্য রেখে আমরা সংস্কার করবো।

নড়াইলের মাশরাফি সে নিজের জন্য কিছু চায় না , তিনি যা চান তা সবই থাকে নড়াইলের জন্য। সে কারণে তিনি যা চান তা আমি বা আমার মন্ত্রনালয় দেওয়ার চেষ্টা করি।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক মোঃ রেজাউল হাসেমসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও এস,এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ এপ্রিল থেকে সুলতান মঞ্চে এ মেলা শুরু হয় । প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে গুণি এই চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হয়। জানা যায়, বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাসিম আহমেদ নাদভী ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন।

১৫দিন ব্যাপি সুলতান মেলায় গ্রামীন ঐতিহ্যের নানা প্রকার খেলাধুলা ,নাটক,গান,নৃত্য,ছবি আকা প্রতিযোগিতা, বরণ্য শিল্পী এস এম সুলতানের জীবনী ভিত্তিক আলোচনা সভা প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ৫০টি সাংস্কৃতিক সংগঠনসহ দেশের বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহন ছিল। নানা পসরা সাজিয়ে সুলতান মেলাস্থলে প্রায় শতাধিক ষ্টল বসেছিল। শিশু বৃদ্ধ যুবকদের মিলন মেলায় পরিনত হতো।

মেলায় গোপালগঞ্জ এলাকা থেকে আগত মুনিয়া রহমান বলেন, সুলতান মেলায় আমি প্রতি বছরই আসি। তবে এবার প্রচন্ড তাপদাহ থাকায় মেলায় বেশী সময় থাকতে পারিনি। মেলায় বিভিন্ন ষ্টলে যে সকল পন্য পাওয়া যায় তা অনেক বেশী দাম যা কেনা সম্ভব নয়। তিনি ক্ষোভের সাথে বলেন, এস এম সুলতানের ৯৯তম জন্মদিন ছিল ২০২৩ সালের ১০ আগষ্ট । অথচ মেলা হলো ২০২৪ সালের ১৫ এপ্রিল থেকে যা খুবই দুঃখজনক। শিল্পীর জন্মদিন ১০ আগষ্ট থেকেই মেলা হওয়া উচিত বলেই এ দর্শনার্থী দাবি করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads